নিজস্ব প্রতিবেদক : আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। এদিন ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি।
বৃহস্পতিবার আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ২৫ দশমিক ৬ ডিগ্রি।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে https://corporatesangbad.com/1625/ |