নিজস্ব প্রতিবেদক : পরম করুনাময় আল্লাহ্ তালার অশেষ রহমতে ঢাকার প্রাণ কেন্দ্র বনানীতে অবস্থিত বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবনের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। গত ২০১৯ইং সালে মসজিদের নতুন ভবনের নির্মান কাজ শুরু করা হয় মসজিদটির প্রধান খাদেম সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল- এবং ৩১ সদস্য বিশিষ্ট খাদেম কমিটির উদ্যোগে।
করোনাকালীন প্রতিকূলতা উপেক্ষা করে সুদীর্ঘ তিন বছরের প্রচেষ্টায়
বর্তমানে নির্মান কাজ সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সাততলা এই মসজিদটি বাংলাদেশের একটি নয়নাভিরাম মডেল মসজিদে রুপ নিয়েছ দৃষ্টিনন্দন নির্মান শৈলীর এই মসজিদে ২টি বেজমেন্ট আছে এবং মহিলা ও পুরুষদের জন্য পৃথক ওজু এবং নামাজের ব্যবস্থা রয়েছেমসজিদের টপ ফ্লোরে রয়েছে ইসলামিক লাইব্রেরি।
আগামী ০৩/০৩/২০২৩ইং তারিখ রোজ শুক্রবার ১২ টায় একত্রিত হয়ে জুম্মার নামাজের মাধ্যমে উক্ত মসজিদটি শুভ উদ্বোধন করা হবে ইনশাহ্আল্লাহ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবনের উদ্বোধন https://corporatesangbad.com/16236/ |