বিনোদন ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের জনপ্রিয় অভিনেত্রী ইশাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির পশ্চিমবঙ্গের হাওড়ার জাতীয় সড়কে হত্যা করা হয় এই অভিনেত্রীকে। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের কন্যা।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে পরিবার নিয়ে নিজ গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা। ওই সময় এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর স্বামী প্রকাশ। তবে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে।
এই প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমে জানান, ইশা তার পরিবার নিয়ে কলকাতায় যাচ্ছিলেন। ঘটনার দিন ভোর ৬টার দিকে একটি নির্জন স্থানে গাড়িটি থামালে তিনজন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। এ সময় ইশা প্রতিবাদ করলে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুর্বৃত্তরা। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসন।
হত্যার বিষয়ে প্রকাশ কুমার জানান, আমার স্ত্রী ইশা মেয়েকে নিয়ে গাড়িতেই ছিল। হঠাৎ দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইশাকে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, রাস্তায় কোনো লোকজন না থাকায় অভিনেত্রীর স্বামী প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে সাহায্য চাইতে যান। তখন আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
প্রসঙ্গত, অভিনেত্রীর ভালো নাম রিয়া কুমারি। তবে পর্দায় ইশা আলিয়া নামেই সবাই তাকে চেনে। তার স্বামী প্রকাশ কুমার একজন চলচ্চিত্র নির্মাতা। খবর : হিন্দুস্তান টাইমস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতীয় অভিনেত্রীকে গুলি করে হত্যা https://corporatesangbad.com/1620/ |