মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার চিরিংগা এলাকায় পাঁচ ফার্মেসিকে বিপুল অর্থে জরিমানা করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুর ১২টার সময় হতে চকরিয়া উপজেলার চিরিংগা এলাকায় অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ, ভেজাল ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫টি ফার্মেসির মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। এছাড়া আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এ অভিযানের সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কক্সবাজারের ঔষধ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ফরহাদ ও চকরিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, আমাদের এ অভিযান সময় অব্যাহত থাকবে।যাতে কোন ফার্মেসির মালিক অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ, ভেজাল ওষুধ বিক্রি করতে না পারে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় পাঁচ ফার্মেসিকে জরিমানা https://corporatesangbad.com/16197/ |