শেফার্ড ইন্ডাস্ট্রিজের  ক্রেডিট রেটিং প্রকাশ

Posted on December 29, 2022

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইমার্জিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) রেটিংস অনুযায়ী ওয়ালটন শেফার্ড ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে বিবিবি এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি- ৩’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০২১ সালে ১৪ টাকা ৬৭ পয়সা,২০২০ সালে ১৫ টাকা ৭৯ পয়সা, ২০১৯ সালে ১৭ টাকা ৫৩ পয়সা, ২০১৮ সালে ১৭ টাকা ৮৩ পয়সা এবং ২০১৭ সালে ১৮ টাকা ৩৪ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২১ সালে ২.৫০ শতাংশ নগদ, ২.৫০ শতাংশ বোনাস, ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৯০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০১৭ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৫৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৭৩ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫১.৪৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ২৩.২০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৪৯ এবং বাকি শেয়ারের দশমিক ১৫.৮৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

গতকাল কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকা, গত একবছরে কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৪০ – ৩১.৯০ টাকা । পুঁজিবাজারে তালিকাভূক্ত টেক্সটাইল খাতের এ কোম্পানিটি বর্তমানে ” বি” ক্যাটাগরিতে অবস্থান করেছে।