'দ্য বেস্ট' অ্যাওয়ার্ডে কাকে ভোট দিলেন রোনাল্ডো?

Posted on March 1, 2023

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ফিফার দ্য বেস্ট সম্মান পেয়েছেন। কিন্তু আর্জেন্টিনার মহাতারকাকে ভোট দেননি পর্তুগালের মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জায়গায় পর্তুগাল দল থেকে ভোট দিয়েছেন পেপে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জাতীয় দলের অধিনায়করা ফিফার বার্ষিক ইভেন্টে ভোট দিয়ে থাকেন। জাতীয় দলের কোচদেরও রয়েছে ভোট দেওয়ার অধিকার। সেই দিক থেকে বিচার করলে পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোরও ভোট দেওয়ার অধিকার ছিল। কিন্তু ফিফা জানিয়ে দেয়, রোনাল্ডো এবার ভোটই দেননি। তিনি তাঁর ভোটিং অধিকার প্রয়োগ করেননি। রোনাল্ডো ভোট না দেওয়ায় পর্তুগালের ফুটবলার পেপে ভোট দিয়েছেন।

পেপের ভোট পড়েছে কিলিয়ান এমবাপের বক্সেও। দ্বিতীয় ও তৃতীয় ভোট পেপে দিয়েছেন লুকা মডরিচ ও করিম বেঞ্জেমাকে। মেসিকে তিনি ভোট দেননি।

ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য জাতীয় দলের কোচরাও ভোট দিয়ে থাকেন। কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পরে পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোসের চাকরি চলে যায়। তাঁর জায়গায় নতুন কোচ হয়ে আসেন রবের্তো মার্টিনেজ। চাকরি যাওয়ায় স্যান্টোসের পক্ষে আর ভোট দেওয়া সম্ভব হয়নি।

নতুন কোচ মার্টিনেজ অবশ্য প্রথম ভোটটি দেন মেসিকেই। পরের ভোটগুলো মার্টিনেজ দেন কেভিন ডি ব্রুইন ও এমবাপেকে।

উল্লেখ্য, এবার বর্ষসেরা হওয়ার তালিকায় ছিল না রোনাল্ডোর নাম। তালিকায় তিনি না থাকায়, তাঁকে ভোট দেওয়ার কোনও প্রশ্নই নেই। আর তিনিও ভোটাধিকার প্রয়োগ করেননি।

আরও পড়ুন:

আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ফলোঅনে পড়া নিউজিল্যান্ডের ১ রানের রুদ্ধশ্বাস জয়

টি-টোয়েন্টিতে ১০ রানে অল আউট করে ২ বলেই ম্যাচ জয়ের রেকর্ড