ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন

Posted on February 28, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৭০ লাখ ৯০ হাজার ৪৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনে প্রথম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স ৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৬ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, এডিএন টেলিকম, গ্রমীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা এবং রিলায়্যান্স ইন্স্যুরেন্স লিমিটেড।