আদালতের নির্দেশে বিস্ফোরণ বিনষ্ট

Posted on February 28, 2023

তিমির বনিক,ষ্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে ২৯টি ডেডনেটরসহ ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল বিনষ্ট করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার দুপুরে আদালতের নির্দেশে সিলেটের তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওড় নামক স্থানে এসব বিস্ফোরক ধ্বংস করা হয়।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর র‌্যাব-৯ সদস্যরা জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার ওপর হতে অভিযান পরিচালনা করে ২টি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ২৯টি বিস্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করেন। পরবর্তীতে জিডি মূলে তা জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষজ্ঞ দল বিস্ফোরক বিনষ্ট করে।
এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক ও এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

ওসি ওমর ফারুক জানান, র‌্যাবের হাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ারজেল ও ডেডনেটরগুলো আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।