ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন জনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এ রায় দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত ইয়াছিন শহরের খন্দকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার ইয়াছিন হোসেন জনি সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে ফিরে আসার পথে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ইয়াছিন হোসেন জনিসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে চুড়ান্ত চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ ৯ বছর পর আদালত ধর্ষণ মামলার দুই ধারায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড https://corporatesangbad.com/15792/ |