নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম স্মার্ট সমুদ্র বন্দরকে ব্যবহার করে তার সুযোগ-সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) পায়রা বন্দরের অপারেশনের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষ এ আহ্বান জানান।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম সোহায়েল।
বন্দরের সুযোগ সুবিধা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষ সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন।
বক্তারা বলেন, পায়রা বন্দর থেকে একই সঙ্গে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল কম খরচে পৌঁছানো সম্ভব। এ বন্দরে নির্বিঘ্নে ব্যবহার করে যানজট মুক্ত সেবা পাওয়া সম্ভব। এর ফলে একদিকে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন অন্যদিকে দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পায়রা বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা লাভবান হবেন : বন্দর কর্তৃপক্ষ https://corporatesangbad.com/15624/ |