আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরআগে সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের স্কুলপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের মেয়ে ববিতা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে পারিবারিক কলহ নিয়ে মেয়ের সাথে বাগবিতণ্ডায় জড়ান সানোয়ার হোসেন। একপর্যায়ে মেয়ে ববিতা বেগম তাকে ধাক্কা দিলে বাড়ির উঠানে থাকা ইটের উপর পড়েন তিনি। এতে রক্তাক্ত জখম হয়ে মাথায় গুরুতর আঘাত পান সানোয়ার। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখাকে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে মারা যান তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে নিহতের মেয়ে ববিতা বেগমকে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু https://corporatesangbad.com/15606/ |