কাশিমপুর কারাগারে কিছু উন্নতি পেলেও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন

Posted on February 26, 2023

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে এসে কারাগারে কিছু উন্নতি পেলেও আবার নানা অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

রোববার সকাল সাড়ে ১১ টায় কাশিমপুর কারাগার পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ ৫ সদস্যের প্রতিনিধি দল।

এসময় পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, পরিচালক মো. আশরাফুল আলম, উপ পরিচালক কাজী আরফান আশিক ও এম রবিউল ইসলাম।

কারাগারে প্রবেশের পর একে একে মহিলা কারাগার ও হাই সিকিউরিটি কারাগার সহ চারটি কারাগারই পরিদর্শন করেন।পরিদর্শন শেষে বিকেল সাড়ে চারটার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন।

পরে সাংবাদিকদের জানান, খাবারের মেনুতে যা আছে তাই দিচ্ছেন কিন্তু কারাগারে ডাক্তারের স্বল্পতা, সাইকলজিষ্ট পদ থাকলেও বাস্তবে কর্মকর্তা নেই। এছাড়া কারাগারে ভেতরের ড্রেন দিয়ে দুর্গন্ধ এবং টয়লেট ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেন তিনি। এজন্য কারা কর্তৃপক্ষকে এসব বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।