পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৮৪টি কোম্পানির ৩ কোটি ৩৩ লক্ষ ৯০ হাজার ৭১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৩১ কোটি ৪১ লক্ষ ৭২ হাজার ৪১৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৩.০৩ পয়েন্ট কমে ৬১৮২.০৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৫৯ পয়েন্ট কমে ২২১৪.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.০৭ পয়েন্ট কমে ১৩৫০.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাইনপুকুর সিরামিক, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, বিএসসি, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, আল-হাজ্ব টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আল-হাজ¦ টেক্সটাইল, বাটা সুজ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমারেল্ড অয়েল, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক, বিজিআইসি, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, বিএসসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও মনোস্পুল পেপার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১১৯৯১৮৩১৮২৯.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক কমলেও বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/15587/ |