সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম

Posted on February 26, 2023

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ নেই, এছাড়া সাকিব-তামিম সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে এক সাক্ষাৎকারে এমন সব বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে বোর্ড প্রধানের এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে গণমাধ্যমকর্মীরা ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তামিমের কাছে জানতে চাইলে সব গুঞ্জন অস্বীকার করেন দেশসেরা এই ওপেনার।

তামিম ইকবাল বলেছেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেক দিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

দলের গ্রুপিং নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’

গতকাল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান পাপন জানিয়েছেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি নিশ্চিত করেই বলতে পারি। এই বিষয়টি (সাকিব-তামিমের দূরত্ব) এমন নয় যে আমি দূর করার চেষ্টা করিনি। দুজনের সঙ্গেই কথা বলেছি। আমার মনে হয়েছে, এখন এটা সহজেই সমাধান করা যাবে না।’

সাকিব-তামিম দুজনকেই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। বাইরে তাদের মধ্যে কী ঘটেছে তা তিনি জানতে চান না। তবে সিরিজ চলার সময়, খেলার সময় এটার প্রভাব যেন না পড়ে তার নিশ্চিয়তা চেয়েছেন পাপন। খেলায় এটার প্রভাব পড়বে না বলেও দুজনই নিশ্চিত করেছেন।

পাপন বলেন, ‘তাদের মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে। আগে তো ড্রেসিংরুমের পরিবেশ আরও খারাপ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ (ইংল্যান্ড সিরিজ থেকে) আরও বদলাতে চাই (দুজনের সম্পর্ক) অন্তত ড্রেসিংরুমে। বাইরে তারা কী করছে, সেটি আমার চিন্তার বিষয় নয়।’

টাইগার শিবিরে শুধু এ দুজন খেলোয়াড়ের মধ্যেই সমস্যা সীমাবদ্ধ নয়, ড্রেসিংরুমেও নাকি গ্রুপিং বিদ্যমান রয়েছে। এমন বিস্ফোরক তথ্যও সামনে এনেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। এটাই বাস্তবতা। আমার সঙ্গে কারও সমস্যা নেই। তবে আমি এই গ্রুপিং নিয়ে ভীত। আমি এটি জেনেইছি সাম্প্রতিক সময়ে। এমনকি বিশ্বকাপে দেখেছি, শুনেছি নিজেদের হোটেলে থাকছে না…বিশ্বাসই করতে পারিনি কীভাবে এটা সম্ভব। ভালো ভবিষ্যৎ দেখতেই সবাইকে বুঝতে হবে, গ্রুপিংয়ের সুযোগ নেই।’

আরও পড়ুন:

ফিফার বর্ষসেরা খেলোয়াড় কে হচ্ছেন?

মেসি কোন ক্লাবে যাচ্ছেন? জানালেন অ্যাগুয়েরো

বদলে যাওয়া আধুনিক বাংলাদেশকে দেখে মুগ্ধ সৌরভ