বিশ্ব সংগীত কেন্দ্র ঢাকা শাখার সম্মেলন আগামীকাল জাতীয় জাদুঘরে

Posted on February 26, 2023

জাকির হোসেন আজাদী: আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) সোমবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ব সংগীত কেন্দ্র ঢাকা শাখার সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চা ও বিকাশের লক্ষ্যে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা সংগীতপ্রেমীদের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে ‘বিশ্ব সংগীত কেন্দ্ৰ’।

এই আন্তর্জাতিক মঞ্চের কার্যক্রমকে আরো বেগবান করতে ঢাকা শাখার উদ্যোগে প্রথম এই সম্মেলন ‘অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হাসানুজ্জামান কল্লোল, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, মহাপরিচালক, জাতীয় যাদুঘর।

সম্মাননা স্মারক গ্রহণ করবেন-কবি নির্মলেন্দু গুণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম, শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ এবং তিমির নন্দী, বীর মুক্তিযোদ্ধা কন্ঠশিল্পী লীনু বিল্লাহ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ।

অনুষ্ঠানে সবান্ধব উপস্থিতির জন্য বিনীত অনুরোধ করেছেন জাকারিয়া কাজী, প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক, বিশ্ব সঙ্গীত কেন্দ্র। এবং তিমির নন্দী প্রধান সমন্বয়ক বিশ্ব সঙ্গীত কেন্দ্র, ঢাকা শাখা।