আন্তর্জাতিক ডেস্ক : ডলার সূচক ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মিশ্র তথ্য প্রকাশিত হয়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আরও কিছুদিন সুদের হার বাড়াতে পারে।
এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য কারেন্সির বিপরীতে মার্কিন মুদ্রার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ডলার সূচক ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৮০ পয়েন্টে। গত ৬ জানুয়ারির পর যা সর্বোচ্চ।
এ নিয়ে টানা ৪ সপ্তাহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ল। সবমিলিয়ে চলতি মাসে মুদ্রাটির মান বেড়েছে ২.৫ শতাংশ।
ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১.০৫৮৩ ডলারে।
ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়েরও দর হ্রাস পেয়েছে। প্রতি ব্রিটিশ মুদ্রার মূল্য নিষ্পত্তি হয়েছে ১.১৯৮৫ ডলারে।
জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৫.২৯ ইয়েনে।
মোনেক্সের ফোরেক্স অ্যানালাইসিসের প্রধান সিমন হার্ভে বলেন, মার্কিন অর্থনীতির শক্তিশালী তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা ৪ সপ্তাহ তা বাড়ল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডলারের দাম ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে https://corporatesangbad.com/15391/ |