সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬২) নামের এক কৃষক খুন হয়েছেন।
এ খুনের সাথে সরাসরি জড়িত থাকার অভিযােগে গাংনী থানা পুলিশের একটিদল নিহত আফেল আলীর ছেলে সুজন আলী (৩০)কে আটক করেছে।
নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। গ্রেফতারকৃত সুজন নিহত আফেল আলীর ছােট ছেলে।
শনিবার বিকেলে হাড়াভাঙ্গা গ্রামের মাঠের একটি ভূট্টাক্ষেত থেকে গাংনী থানা পুলিশের একটিদল সুজনকে গ্রেফতার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত সুজন প্রাথমিক ভাবে তার বাবা হত্যার কথা স্বীকার করেছে। কেন এবং কি কারণে সে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মেহেরপুরে বাবাকে হত্যা, ঘাতক ছেলে আটক https://corporatesangbad.com/15376/ |