কুলাউড়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ২

Posted on February 25, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গতকাল শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী) এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত কুনিমোরা বাজারস্থ ব্রাহ্মণবাজার টু শমসেরনগরগামী কুনিমোড়া ব্রীজের উপর থেকে মাদক কারবারি কমলগঞ্জের পাত্রকলা চা বাগানের বাসিন্দা মৃত তুলশী কুর্মি ছেলে রাহুল কুর্মি (২৭) ও একই এলাকার বাসিন্দা আপানা অলমিকের ছেলে রাহুল অলমিক (২৫) কে আটকের পর আসামীদ্বয়ের হেফাজত থেকে ১২ বোতল ভারতীয় ROYAL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮,০০০/-টাকা। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২০,তারিখ: ২৫/০২/২০২৩ খ্রিঃ দায়ের পূর্বক আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় এর লক্ষে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী এমন অভিযান আগামীতে অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি।