ঠাঁই হয় হাসপাতালে। ডান হাতটি বিচ্ছিন্ন হলেও বেঁচে থাকার স্বপ্ন ছিল। জ্ঞান ফিরেছিল। কথা বলেছে ডাক্তার, স্বজনদের সাথে। সরকারের পক্ষ থেকে চাকুরির আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎই যেন আবারো নিষ্ঠুর পৃথিবীকে বড় বেশি কুৎসিত, কদাকার হিসেবে দেখা দেয় রাজিবের কাছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে স্বজনহারা সংগ্রামী রাজিব পৃথিবীকে চিরবিদায় জানায় ১৬ এপ্রিল মধ্যরাতে।
রাজিবের এই অবস্থার জন্য দায়ি বাসচালক। অদক্ষ, অপরিপক্ক ড্রাইভারদের হাতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু দেখার কেউ আছে বলে মনে হয় না। শ্রমিক দলবাজির আবরণে নিয়ম বর্হিভূতভাবে পেয়ে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ট্রাফিক সিগন্যাল অমান্য করার প্রবণতা বোধ হয় গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্রা আমাদের দেশের ড্রাইভারদের মধ্যেই দেখা যায়। এছাড়া রয়েছে অসুস্থ প্রতিযোগিতা।
আমাদের দেশে এসব নিয়ন্ত্রণের আইন আছে সত্যি কিন্তু প্রয়োগ নিয়ে রয়েছে সন্দেহ। পত্রিকার পাতা খুললেই দেখা যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। সেই মিছিলে সামিল হলেন রাজিব হোসেন।
রাজিবের ছোট দুই ভাই এখনো এতিম খানায় আছে। শিশুকালে মা-বাবা হারিয়ে যে যন্ত্রণার পাথর বুকে বসেছিল, তা হয়তো বড় ভাই রাজিবের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকটাই হালকা হয়ে উঠেছিল। স্বপ্ন পূরণের আগেই রাজিবের অকাল প্রস্থানে ছোট দুই ভাইয়ের যন্ত্রণার পাথরটি আরো যেন দ্বিগুণ হয়ে চেপে বসলো কচি বুক দুটিতে।
অবুঝ শিশু দু’টির নির্বাক দৃষ্টি অনেকের চোখের কোণে অশ্রুবিন্দু এনে দিলেও বাসচালকদের হৃদয়ে কি এতটুকু অনুকম্পা জেগেছে? সরকারের পক্ষ থেকে কি সামান্য সহযোগিতার আশ্বাস জুটবে ওদের ভাগ্যে?
সচেতনতা মানুষের অত্যাবশ্যকীয় একটি গুণ। এটির মাধ্যমে বড় বড় দুর্ঘটনা রোধ করা সম্ভব। এখন প্রয়োজন দেশে চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং নৈতিক শিক্ষা দেয়া। সেইসাথে প্রয়োজন কঠোরভাবে আইনের প্রয়োগ। তাহলেই হয়তো রোধ করা সম্ভব হবে রাজিবের মত মানুষের অকাল মৃত্যু আর সেইসাথে সম্ভব অবোধ নিষ্পাপ শিশুদের সুন্দর আগামী নির্মাণ করা।
আরও পড়তে পারেন:দুই বাসের চাপায় হাত হারানো রাজীব আর নেই
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন রাজিব, অনিশ্চিত জীবনের পথে ছোট দুই ভাই https://corporatesangbad.com/153307/ |