নিজস্ব প্রতিবেদক : সৈয়দ এম ওমর তৈয়ব সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি প্রাপ্তির পূর্বে জনাব ওমর তৈয়ব প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমএসএমই ব্যাংকিং-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং ব্যাংকের এমএসএমই ব্যাংকিং ব্যবসার রূপান্তর ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ডেপুটেশনে প্রাইম ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনাব ওমর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমএসএমই ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগে নেতৃস্থানীয় ভূমিকায় ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ গ্রহণ করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রাইম ব্যাংক ডিএমডি হিসেবে সৈয়দ এম ওমর তৈয়বের পদোন্নতি https://corporatesangbad.com/15248/ |