নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঐতিহাসিক মেট্রোরেল যুগে প্রবেশ উপলক্ষে প্রথম দিনেই একটি বিশেষ স্মারক ডাক টিকেট ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নগরীর উত্তরাস্থ দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে রেল যাত্রার প্রথম দিনটির স্মরণে এই স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড অবমুক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানা ।
অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
এই রেল যাত্রার প্রথম দিনের স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাবে।
আরও পড়ুন:
যাত্রা শুরু মেট্রোরেলের, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী
বাংলাদেশের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো: প্রধানমন্ত্রী
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মেট্রোরেল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট অবমুক্ত https://corporatesangbad.com/1523/ |