সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on December 28, 2022

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৩টি কোম্পানির ৩ কোটি ৪২ লক্ষ ৮৩ হাজার ৪৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৫৮ কোটি ২২ লক্ষ ৭৮ হাজার ৯৪৩ টাকা।

বুধবার (২৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৫৪ পয়েন্ট বেড়ে ৬১৯৫.৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে ২১৯৪.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৫ পয়েন্ট বেড়ে ১৩৫৫.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নুু সিরামিক, ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস ও এডভেন্ট ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, অরিয়রন ইনফিউশন, ই-জেনারেশন, নাভানা ফার্মা, মনোস্পুল পেপার, ইস্টার্ন হাউজিং, কোহিনুর কেমিক্যাল, বসুন্ধরা পেপার, এডভেন্ট ফার্মা ও বেঙ্গল উইন্ডসোর।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তাল্লু স্পিনিং, রেনউইক যজ্ঞেশ^র, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিব্রা ইনফিউশন, সিএপিএম বিডিবিএল মিঃ ফাঃ-১, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, রাহিম টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বীচ হ্যাচারী ও সাভার রিফ্র্যাক্টোরিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৬১০১২১০৯৪০.০০।