নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর এলাকা হতে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া ভুয়া পুলিশ মোঃ আমিনুল ইসলাম (৩৩)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকা হতে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া ভুয়া পুলিশ মোঃ আমিনুল ইসলাম (৩৩), পিতা-আব্দুল মোমেন, সাং-বাহাদুরপুর নগর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে ২৪/০২/২০২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ নিজেকে পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকুরী দেয়া, বিভিন্ন ব্যাংক হতে লোনের জন্য সুপারিশ করে দেয়া, বিভিন্ন যানবাহনের টোকেন/পুলিশ পাশ তৈরি করে দেয়ার মতো প্রতারণামূলক লোভনীয় আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ধৃত প্রতারককে গ্রেফতার করা হয়। এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুলিশের এসআই পরিচয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ https://corporatesangbad.com/15146/ |