লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Posted on December 28, 2022

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ টাকার। ফলে লেনদেনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর মুন্নু সিরামিকের ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পাল বিচ, মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসিস এবং অ্যাডভেন্ট ফার্মা।
আজ লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭০টির।