সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২০ বাংলাদেশি

Posted on February 23, 2023

বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া এক শিশুসহ ২০ বাংলাদেশি তরুণ-তরুণী। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো- মফিজুর রহমান, মোস্তাকিন বিল্লাহ, বায়জিদ শেখ, জয়নাল আবেদীন, মোঃ সোহেল, পারভেজ মিয়া, আমির হামজা, মোঃ রতন, বুদ্দি বিশ্বাস, সুমাইয়া খাতুন, দিলদার বেগম, রোজিনা আক্তার, সীমা খাতুন, তাসলিমা, ইয়াসমিন খাতুন, আমিনা বেগম, কায়াস বিবি, শংকরি বাড়ই, সুফিয়া বেগম ও লাকি আক্তার। এরা যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, গাজিপুর, কক্সবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ফেরত আসা সুমাইয়া খাতুন বলেন, ‘আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমায়। এরপর বাসাবাড়িতে কাজের সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে সাজাভোগ করেছি। সেখান থেকে ভারতীয় একটি এনজিও আমাদের ছাড়িয়ে লিলুয়া শেল্টারহোমে রাখে। সেখান থেকে আজ দেশে ফিরেছি। শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি নারী আছেন। তারা দেশে আসার অপেক্ষার প্রহর গুনছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।