অপূর্ণ রয়ে গেল টপপটেন গেইনার তালিকা

Posted on February 23, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অর্ধশত কোম্পানির দরপতন হয়েছে। আর দর অপরিবর্তিত রয়েছে আরও বেশি কোম্পানির। এর ফলে আজ ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।

আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১.০২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৫ বারে ৬ হাজার ৪৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ২০ পয়সা বা ৮৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস, ন্যাশনাল টি ও বিডি ল্যাম্পস।