তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে বনের হরিণ জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৭ জনকে জরিমানা করেছে আদালত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-৪ এর বিচারক এ দণ্ডাদেশ আরোপ করেন।
দন্ডিতরা হলেন-চুনারুঘাট উপজেলার দক্ষিণ শনখলা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে আব্দুল করিম, মৃত আব্দুল্লাহর ছেলে নুর মিয়া, মৃত জব্বার আলীর ছেলে জাহির উদ্দিন, মৃত আমিন উল্লার ছেলে এংরাজ মিয়া, মৃত চান্দ আলীর ছেলে আব্বাস আলী, মৃত রহমত আলীর ছেলে মরম আলী।
গত বছরের ১৩ই এপ্রিল ৯টার সময় আসামিরা জঙ্গল থেকে একটি হরিণ শিকার করে এনে জবাই করে মাংস বিক্রি করে দেয়। এ ঘটনায় কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খাঁন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা শেষে আদালতে আসামিরা হাজির হয়। বুধবার তারা নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৭ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদেরকে সতর্ক করে শেষ বারের মতো ক্ষমা করা হয়। এমন ভুল আর কোন ভাবে মেনে নেওয়া হবেনা মর্মে আদালত ক্ষমা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হরিণ জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৭ জনকে জরিমানা https://corporatesangbad.com/15013/ |