মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার সময় উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- চালা গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী মোছাঃ করুনা খাতুন (২৭) ও তাঁর ছোট ছেলে মোঃ তারিকুল ইসলাম (৩)।
এ ঘটনায় গুরুতর আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় ভ্যান চালক সকাল দশটার সময় চালা গ্রাম থেকে তিন কাজ যাত্রী নিয়ে উল্লাপাড়া শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর ‘আশা’ নামের ব্লকবাহী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।এ ঘটনায় ভ্যানে থাকা মা ও ছেলে পাঁকা রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহতরা একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করেন। চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু https://corporatesangbad.com/15006/ |