বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Posted on February 23, 2023

নিজস্ব প্রতিবেদক : সেবাখাতের আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারতো। তবে এখন থেকে ২০ হাজার ডলার আনতে পারবেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ২০ হাজার ডলার দেশে আনা যাবে। এতদিন যার পরিমাণ ছিলো ১০ হাজার মার্কিন ডলার। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারি করেছিলো। এতে বলা হয়েছিলো, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে।