কবি পপি পারমিতার কয়েকটি কবিতা

Posted on February 22, 2023

কবিতা -১
সন্ন্যাসী গোলাপ

তাঁরে ছুঁতে মানা!
এ আমার জানা
কাঁটায় ভরা সুন্দর গোলাপ,
কাছে রাখি, এতো নয় ধৃষ্টতার প্রলাপ ৷
হোক, না হোক প্রেমময় সহবাস,
এ কম কিছু নয়, পেয়ে যাই সুবাস ৷
হে আমার প্রিয় সফেদ শাদা সন্ন্যাসী
আমি তোমাকেই ভালোবাসি ৷

কবিতা -২
শূন্যতা

আমি শূন্যতা,
তোমার ভেতর এখন যেটা
আমিই তো তা ৷
আমি হাহাকার,
তোমার বুকের মধ্যকার ৷
আমি দীর্ঘশ্বাস
আমায় নিয়েই করবে বসবাস ৷

কবিতা -|৩
নোনা জল

সেই কবে,
ডেকেছি কে কাকে!
উত্তাল গর্জন..
আমি নির্জন
তুমি কোলাহল
জমে আছে জল ৷
চিৎকার হয়ে আছড়ে পড়ে ঢেউ,
তুমি কি শুনতে পাও?
সমুদ্র হয়েছি আমি
তুমি নেমে যাও ৷

কবিতা -৪
ঋতুরাজ

ঋতুরাজ (চকলেট বয়)

আজ আর বলতে নেই লাজ
তাঁর দেহে চলে বারো মাস বসন্ত ঋতুরাজ ৷
নাম না জানা কত বুনো ফুল ফোঁটে
গেয়ে চলে যেন কোকিল সেই কণ্ঠে ৷
বর্ণ তাঁর আঁধার কালো,
ঠিকরে বেরোয় আলো..
সে আলোর মতোই ভালো ৷
যমুনার জলে চাঁদ যেমন ভাসে,
আমার চোখে দিনমান সেই মুখটি হাসে ৷

কবিতা -৫
ওরা দুজনে

তোমার প্রতীক্ষায় মরে গেছে কয়েক বিকাল
সূর্যেরও তো অস্ত যেতে হয়
কে সহে অত অজুহাত অত উত্তাপ,
এক জীবন বসে রবো আমি নই অমন কাঙ্গাল ৷

প্রতিটি নতুন প্রভাতে জানি আবার ফিরবে!
না ই বা নিলাম খোঁজ
তুমি প্রতি রোজ হও আমার মাঝেই নিখোঁজ ৷
তুমি আমি গোটা জীবন
এভাবেই চিরকাল ৷