মহাকাশে আটকে আছেন ৩ মহাকাশচারী

Posted on February 22, 2023

অনলাইন ডেস্ক : অভিযান শেষ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে এখনও মহাকাশে আটকে আছেন দুইজন রুশ এবং একজন মার্কিন মহাকাশচারী।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে একটি প্রেস বিবৃতিতে জানান হয়, এবছর সেপ্টেম্বরে এই তিনজন নভোচারী পৃথিবীর বুকে ফিরতে চলেছেন।

আটকে পড়া এই তিন জন নভোচারীদের মধ্যে রয়েছেন রাশিয়ার সার্জে প্রকোপইয়েভ, দিমিত্রি পেটেলিন এবং যুক্তরাষ্ট্রের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রের ফ্রাঙ্ক রুবিও ফ্লিউ। যাদের চলতি বছর মার্চে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল।

তারা সোউজ এমএস-২২ ক্যাপসুলে চেপে গত বছর সেপ্টেম্বরে উপগ্রহ স্থাপন করতে যান। কিন্তু অভিযান শেষ করে ফেরার আগে ডিসেম্বরে মহাশূন্যের একটি ছোট পাথরের আঘাতে ক্যাপসুলের কুল্যান্ট অংশটি ফেটে গিয়ে লিক করতে থাকে।

রাশিয়ার মহাকাশ গবেষণাকারী সংস্থা রসকসমস তাদের একটি বিবৃতিতে জানায়, সাধারণত আন্তর্জাতিক মহাকাশ অভিযান ছয় মাসের বেশি হয় না। তবে এক্ষেত্রে সব মিলিয়ে এক বছর সময় লেগে গেল।

তারা আরও জানায়, এতদিন মহাকাশে থাকার জন্য বিশেষ বিপদে পড়তে হয়নি তিন যাত্রীকে। কারণ যথেষ্ট পরিমাণে খাবার মজুত আছে ওই মহাকাশযানে। এছাড়া, স্বাস্থ্য নিয়েও কোনরকম সমস্যায় ভুগতে হয়নি তাদের।