নিজস্ব প্রতিবেদক : সোমবার উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে পৌঁছে দেশটির প্রতি শতভাগ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি সপ্তাহেই দেশটিতে সফরে যাওয়ার কথা রয়েছে তার। খবর সিএনএনের।
ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র তিন দিন বাকি। এমন সময় পোল্যান্ডে তিন দিনের পূর্বঘোষিত সফরের কথা ছিল বাইডেনের; কিন্তু গোপনে কিয়েভে চলে গেছেন তিনি।
এদিকে আট দিনের ইউরোপ সফরের শুরুতেই মস্কো সফরে যাচ্ছেন ওয়াং ই। সম্প্রতি জার্মানির মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন। তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে দেশটির ওয়াগনার বাহিনীকে সাহায্য করা শুরু করে দিয়েছে চীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউক্রেনে বাইডেন, রাশিয়ায় চীনা পররাষ্ট্রমন্ত্রী https://corporatesangbad.com/14554/ |