নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৪৪ কোটি ৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার, দ্বিতীয় স্থানে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৭৩ লাখ ৬২ হাজার এবং তৃতীয় স্থানে গ্রামীণফোনের ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৪ কোটি ১৩ লাখ ৭১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৪৮ লাখ ১৫ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ৫ লাখ ৮৯ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ২১ লাখ ৭১ হাজার এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন https://corporatesangbad.com/14516/ |