শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে একটি ওয়ানশ্যুটারগানসহ এক যুবককে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে অস্ত্র কেনাবেচার সময় তাকে আটক করা হয়।
আটককৃত মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমাবার (২০ ফেব্রুয়ারী) দুপুর এসব তথ্য জানান পুলিশ।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল জানান, গোপন সংবাদের জানা যায়,বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান
আরও পড়ুন:
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় ওয়ান শ্যুটারগানসহ যুবক আটক https://corporatesangbad.com/14461/ |