ফেসবুকের ‘ব্লু ব্যাজ’ কেনা যাবে টাকা দিয়ে

Posted on February 20, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে অর্থাৎ ব্লু ব্যাজ পাবে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

মেটার এই ব্লু ব্যাজের জন্য একজনকে মাসিক ১১.৯৯ ডলার বা এক হাজার ২৬২ টাকার বেশি খরচ হবে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে ১৪.৯৯ ডলার বা এক হাজার ৫৭৮ টাকা।

জানা গেছে, প্রাথমিকভাবে এই সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা ও সত্যতা উন্নত করবে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজের সেবা পাওয়ার ঘোষণা দেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। এখন মার্ক জুকারবার্গও একই পথে হাঁটলেন।

মেটার প্রদত্ত সাবস্ক্রিপশন সেবা এখনো ব্যবসার জন্য নয়, তবে যে কোনো ব্যক্তি অর্থ পরিশোধ করে এই সুবিধা নিতে পারবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই পদক্ষেপ আগের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকে প্রভাবিত করবে না। তবে এতে ব্লু ব্যাজ আরও বেশি দৃশ্যমান হতে পারে।