তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে রোববার (১৯ ফেব্রুয়ারি) এসআই (নিরস্ত্র) সুজন তালুকদার সঙ্গীয় এএসআই(নিরস্ত্র)/আবু তাহেরসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০২নং ভূকশিমইল ইউপির অন্তর্গত হাকালুকি হাওড়ের রাখাল শাহ (রহঃ) ঢের এর উত্তর পাশে রাস্তার উপর হইতে শশারকান্দি এলাকার মৃত মামুদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাহতাব আলী(৪২) কে আটক করে।
আটকের পর তাহার হেফাজত হইতে ২০০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৫, তারিখ: ১৯/০২/২০২৩ দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মৌলভীবাজার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার লক্ষে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ https://corporatesangbad.com/14273/ |