রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় রানীনগরে পুকুরের পানিতে ডুবে আলিপ মন্ডল (৩) নামের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আলিপ মন্ডল রাতোয়াল শোলগাড়ি পাড়া গ্রামের আবু রায়হান মন্ডল এর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু আলিপ শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খোলাধুলা করছিল। খেলার সময় লোকজনের অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় তার মা আলিপকে খুঁজতে থাকে। খোজা-খুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায় শিশুটিকে। এ সময় তার মা সহ স্থানিয়রা পুকুরের পানি থেকে শিশু আলিপ মন্ডল কে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পুকুরের পানিতে পড়ে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু https://corporatesangbad.com/14156/ |