বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে ২৩ জামায়াত নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে ৫টি ককটেল। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আটক করা হয় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামাতের সভাপতি সম্পাদক ও নেতাকর্মিকে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোমিনসহ একদল নেতাকর্মি। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করেন।
আটককৃতদের রবিবার সকালে নাশকতার মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেনাপোলে ২৩ জামায়াত নেতা কর্মি আটক : ৫টি ককটেল উদ্ধার https://corporatesangbad.com/14121/ |