আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের মিসাইল হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এই মিসাইল হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকার আশপাশের একটি ভবনে ইসরায়েলি রকেট আঘাত হানে। সিরিয়ার একজন পুলিশ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
এদিকে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসরায়েলের মিসাইল হামলায় সিরিয়ার ৫ জন নিহত https://corporatesangbad.com/14114/ |