নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকার কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এছাড়া কোম্পানির পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে। কোম্পানি প্রতিটি ১০ টাকায় শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
কনফিডেন্স সিমেন্ট শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ৪ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কনফিডেন্স সিমেন্ট প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে https://corporatesangbad.com/14096/ |