মিনিস্টার ইলেক্ট্রনিক্স এর ফ্যাক্টরি পরিদর্শন করলেন সালমান এফ রহমান

Posted on February 19, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড এর ফ্যাক্টরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট মিনিস্টার ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফ্যাক্টরি পরিদর্শনকালে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ তাকে ফ্যাক্টরির রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য উৎপাদন কার্যক্রম ঘুরিয়ে দেখান।

দেশেই উন্নত প্রযুক্তিতে মিনিস্টার যে ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করছে তার ভূয়সী প্রসংশা করেন সালমান এফ রহমান । তিনি আরো বলেন, সরকার সবসময় দেশীয় শিল্পখাত এবং দেশীয় পণ্য উৎপাদনে সর্বাত্ত্বক সহযোগীতা করে আসছে এবং সামনের দিন গুলিতেও এই সহযোগীতা চালিয়ে যাবে।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি ফ্যাক্টরি পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে আমাদের ইলেক্ট্রনিক্স শিল্প খাতকে আরো সমৃদ্ধ করা যায়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, এফবিসিসিআই এর সহ-সভাপতি মো: আমিনুল হক শামীম, মিনিস্টার মাইওয়ান গ্রুপের এডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, প্রশাসনিক কর্মকর্তা, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।