বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ঝড়ে ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পেছানো হলেও অগ্রিম টিকেট বিক্রি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে প্রথম দিনের শোতে একটি টিকেটের সাথে আরেকটি বিনামূল্যেও দেয়া হয়েছে। তবুও সাড়া মিলছে না দর্শকের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, মুক্তির প্রথমদিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র সাত কোটি রূপি। এই সংখ্যাই বলে দিচ্ছে কয়েকটি সফল সিনেমার পর কার্তিকে অনেকেই বলিউড ‘শেহজাদা’ ডাকা শুরু করেছিলেন, সেটা সহজেই হচ্ছে না।
একে তেলেগু সিনেমার রিমেক, অন্যদিকে ‘পাঠান’ ঝড়; সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের সিনেমা ‘অ্যান্ট ম্যান থ্রি’। এসবে হারিয়ে যেতে বসছে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমা।
রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন।
আরও পড়ুন:
চিতাবাঘের হামলায় আহত অক্ষয়-টাইগারের মেকআপ শিল্পী
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফ্রি টিকিট দিয়েও দর্শক নেই 'শেহজাদা'র! https://corporatesangbad.com/14080/ |