এবি ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ

Posted on December 28, 2022

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল) রেটিংস অনুযায়ী এবি ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ মাইনাস’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি- ২’। কোম্পানিটির, ৩১ ডিসেম্বর, ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৭ সালে ৩১ টাকা ৬৫ পয়সা, ২০১৮ সালে ৩১ টাকা ৫১ পয়সা, ২০১৯ সালে ৩১ টাকা ৭১ পয়সা, ২০২০ সালে ৩২ টাকা ২৬ পয়সা এবং ২০২১ সালে ৩০ টাকা ৪৫ পয়সা।

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৭ সালে দশমিক ০৫ পয়সা, ২০১৮ সালে দশমিক ০৬ পয়সা, ২০১৯ সালে দশমিক ১৬ পয়সা, ২০২০ সালে দশমিক ৫০ ২১ পয়সা, ২০২১ সালে দশমিক ৮৬ পয়সা।

জানা যায়, ২০২২ হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ০৮ পয়সা। অন্যদিকে গত হিসাববছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল (জানুয়ারি’২১-মার্চ’২১) কােম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে আগের মতো দশমিক ০৮ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৩ বছরে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেন যা ছিল ২০১৯ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ এবং ২০২১ সালে ৩ শতাংশ।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১ হাজার ৫০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৩ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৮০৬ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ৯ লাখ ১৩ হাজার ৮৩১ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ২২.৯০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৭৯ এবং বাকি শেয়ারের দশমিক ৪৪.০৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।