করাচি পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৯

Posted on February 18, 2023

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচির পুলিশ সদর দপ্তরে জঙ্গিরা হামলা করেছে। এতে নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন জঙ্গি। এছাড়া পুলিশ ও রেঞ্জার্স সদস্যসহ আরও নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, করাচি সদর থানার পাশে পুলিশ সদর দপ্তরে জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে। এ এলাকায় বেশ কয়েকটি বাসভবনে পুলিশ অফিসার ও তাদের পরিবার বাস করেন। রেঞ্জার্স ও পুলিশ সদস্যসহ চারজন এই হামলায় মারা গেছেন। এছাড়া এ ঘটনায় অন্তত আঠারো জন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, হামলার সময় কমপক্ষে তিনজন নিজেদের উড়িয়ে দেয় এবং বন্দুকযুদ্ধে আরও দু’জন নিহত হন।

পুলিশ জানায়, হামলার সময় হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরা ছিল।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান।

এ ব্যাপারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই হামলার বিরুদ্ধে কোনো নিন্দাই যথেষ্ট নয়। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, পুলিশের পোশাক পরেই হামলাকারীরা কার্যালয়ে ঢুকে পড়েন।

নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে তালেবানের এক মাসব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দেশটিতে জঙ্গি হামলার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। গত ৩১ জানুয়ারি পেশোয়ারের একটি মসজিদে নামাজ চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় ১০০ জনের। যাদের মধ্যে বেশির ভাগই ছিলেন পুলিশকর্মী।

আরও পড়ুন:

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল