আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া দেশটির ইশকোশিম এলাকায় দুই ছাত্রী নিখোঁজ রয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া এই তুষারধসে পূর্বাঞ্চলীয় খোরগ শহরেই নিহত হয়েছে ১৩ জন। বাকি চারজন অঞ্চলটির অন্য এলাকায় নিহত হন। বড় ধরনের হতাহত এড়াতে স্থানীয় অসংখ্য বাসিন্দাদের নিরাপদ এলাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। প্রতিবেদনটিতে বলা হয়, কয়েক দফা তুষারধসের এ ঘটনায় জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। এ ছাড়া তুষারধসের কারণে চীন ও আফগানিস্তান সীমান্তবর্তী দেশটির বিপর্যস্ত অঞ্চলটির অনেক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।
দেশটির সরকারি সূত্র বলছে, তুষারধসে স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখশান অঞ্চলের রাজধানী খোরগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারধসে কয়েক ডজন বাড়ি বরফের নিচে চাপা পড়েছে। কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শুধু বৃহস্পতিবারই ৬৯টি তুষারধসের ঘটনা ঘটে। আগামী কয়েক দিনে তুষারধসের আরও ঘটনা ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাজিকিস্তানে ভয়াবহ তুষারধসে নিহত ১৭ https://corporatesangbad.com/13778/ |