কক্সবাজার পর্যটক খ্যাতে সবসময়ই ভূমিকা রাখছে ঢাকাপোস্ট

Posted on February 16, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন মোল্লা বলেছেন, পর্যটন শিল্প, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার তথ্যবহুল সংবাদ তুলে ধরে ইতিমধ্যে জেলাবাসীর নজর কেড়েছে ঢাকাপোস্ট। পথচলার শুরুর এক বছরে দেশের অনলাইন মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অনেকদূর এগিয়ে গেছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হবে। ঢাকাপোস্ট পর্যটক খ্যাতে সবসময়ই ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কক্সবাজার হোটেল আলগণির হল রুমে ঢাকাপোস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চ্যানের আইয়ের সরোয়ার আজিম মানিকের সভাপতিত্বে দৈনিক বাংলার কক্সবাজার প্রতিনিধি, মুহিববুল্লাহ মুহিবের উপস্থাপননায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে এন টিভির স্টাফ রিপোর্টার একরামুল ইসলাম টিপু, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়ুব, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ওসমান গণি।

ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি। এসময় নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সিবিএন এর চিপ রিপোর্টার শাহেদ মিজান, সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে কক্সবাজারের স্বেচ্ছায় রক্তদানকারী মানবিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটির , এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক ও প্রান্তিক মানুষের খবর তুলে ধরায় বিশেষ অবদানের জন্য স্থানীয় দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক এম এ ওসমান গণির এর হাতে ঢাকাপোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন মোল্লা।