নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূতে মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কাসেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘ মেয়াদে “এ১” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির, ৩১ ডিসেম্বর, ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৮ সালে ৩৬ টাকা ২৫ পয়সা, ২০১৯ সালে ৩৩ টাকা ১৮ পয়সা, ২০২০ সালে ৩১ টাকা ০১ পয়সা, ২০২১ সালে ৩০ টাকা ৪৫ পয়সা এবং ২০২২ সালে ২৭ টাকা ৬৪ পয়সা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৮ সালে ১ টাকা ৫১ পয়সা, ২০১৯ সালে দশমিক ৮৩ পয়সা, ২০২০ সালে দশমিক ৭০ পয়সা, ২০২১ সালে ১ টাকা ৩৯ পয়সা এবং ২০২২ সালে দশমিক ৪৯ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৩ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০১৯ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ এবং ২০২২ সালে ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত বছরে ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেন।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৯ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৭২ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৫৪১ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১৩.৬৮ শতাংশ শেয়ার এবং বাকি শেয়ারের দশমিক ৫৬.৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
গতকাল কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়, গত একবছরে কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪.৪০ – ৫৪.৪০। পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল এ কোম্পানিটি বর্তমানে ” এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।
আরো দেখুন........নতুন মেশিন স্থাপনে কুইন সাউথের মুনাফা বাড়বে ১ কোটি ১০ লাখ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাসেম ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং প্রকাশ https://corporatesangbad.com/1366/ |