চার্টার্ড সেক্রেটারী কোর্সের ৫১তম ব্যাচের উদ্বোধন

Posted on February 16, 2023

নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫১তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩) ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১১৯জন শিক্ষার্থী ইনস্টিটিউটের চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫১তম ব্যাচের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়।

আইসিএসবির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের তাদের জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য দেন।অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম।

আইসিএসবি-এর এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত কোর্স এবং ক্লাস সিস্টেম সম্পর্কে আলোচনা করেন। তিনি সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আইসিএসবি থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি সংক্ষিপ্তভাবে সিএস পাঠ্যক্রম, ক্লাস নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে এবং ইনস্টিটিউটের কোড অব কন্ডাক্ট মেনে চলার পরামর্শ দেন। তিনি আইসিএসবি-এর সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান আইসিএসবি-এর পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫১তম ব্যাচের শুভ উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, ব্যক্তিগত মূল্যবোধ এবং সামাজিক কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি তাঁর বক্তৃতায় চার্টার্ড সেক্রেটারী পেশাকে কর্পোরেট ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষনীয় এবং সন্মানজনক পেশা হিসাবে আখ্যায়িত করেন এবং এর ব্যাপ্তি দেশে ও বিদেশে ব্যাপক বলে উল্লেখ করেন। তিনি চার্টার্ড সেক্রেটারী পেশা ও এরপ্রেক্ষাপট নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস। উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রশ্নোত্তর পর্বে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরা সিএস কোর্স এবং পেশা সংক্রান্ত বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করেন।

অনুষ্ঠানের শেষে আইসিএসবি-এর ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।