সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষে জেলাজুড়ে আগামী ২০ ফেব্রয়ারী একদিনের জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস।
তিনি জানান, করোনা পরিস্থিত কাটিয়ে এ বছর একদিনের জন্য ক্যাম্পেইন আয়োজন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার শিশুকে ১টি নীল রং এর ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার শিশুকে ১টি লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ৬ উপজেলা এবং পৌর অঞ্চলের স্থায়ী-অস্থায়ী ২১ হাজার ৮৬৬টি সেন্টারে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।
এসময় বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেলক হক কমল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নরসিংদীতে ৩ লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল https://corporatesangbad.com/13599/ |