কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে তা এখনও গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে ০.৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৪০ ডলার ৯৪ সেন্টে।
আগের কার্যদিবসে বুধবার (১৫ ফেব্রুয়ারি) যার দাম ছিল ১৮৩৫ ডলার ৮১ সেন্ট। বিগত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন।
একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ০.৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৮৫০ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিল ১৮৪৫ ডলার ৩০ সেন্ট।
জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণার প্রধান হারিশ ভি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনীতির ইতিবাচক তথ্য প্রকাশ করেছে। দেশটির মুদ্রা ডলারের দাম বাড়ছে। ফলে স্বর্ণের দরপতন ঘটছে। ৫ সপ্তাহের মধ্যে মূল্যবান ধাতুটির মূল্য সর্বনিম্নে নেমে গিয়েছিল।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে। এতে বোঝা যায়, দেশটির অর্থনীতি স্থিতিশীল আছে। কারণ, আগের টানা ২ মাস তা কমে।
তবে একই মাসে মার্কিন মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটা হলের ডলারের দাম বাড়বে। আর স্বর্ণের দর কমবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১ মাসে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম https://corporatesangbad.com/13591/ |